বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫
কুয়াকাটায় লাইসেন্সবিহীন করাতকল মালিককে জরিমানা
হোম পেজ » পটুয়াখালী » কুয়াকাটায় লাইসেন্সবিহীন করাতকল মালিককে জরিমানা
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় বনবিভাগের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার করাতকল মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
তিনি জানান, করাতকল (লাইসেন্স) বিধিমালা ২০১২-এর বিধি ১২ অনুযায়ী এ জরিমানা করা হয়েছে।
মহিপুর রেঞ্জ কর্মকর্তা কেএম মনিরুজ্জামান বলেন, তার রেঞ্জের আওতায় মোট ৪১টি করাতকল রয়েছে। এর মধ্যে বৈধ লাইসেন্স আছে মাত্র ছয়টির। ১৮টির লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে, বাকিগুলোর আবেদন প্রক্রিয়াধীন।
পরিবেশকর্মীরা জানান, সংরক্ষিত বনাঞ্চলের আশপাশে ও নদীতীরে এসব অবৈধ করাতকলের কারণে ম্যানগ্রোভ ও ননম্যানগ্রোভ বন এখন ঝুঁকির মুখে পড়েছে।
বাংলাদেশ সময়: ১৮:২৯:৫৬ ● ১১২ বার পঠিত
