বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫

স্ত্রীর স্বীকৃতি চেয়ে মহিপুরে অনশনে রাজশাহীর তরুণী

হোম পেজ » কুয়াকাটা » স্ত্রীর স্বীকৃতি চেয়ে মহিপুরে অনশনে রাজশাহীর তরুণী
বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫


স্ত্রীর স্বীকৃতি চেয়ে মহিপুরে অনশনে রাজশাহীর তরুণী

সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)

স্ত্রীর স্বীকৃতি চেয়ে স্বামীর বাড়িতে অনশনে বসেছেন সিফা নামের অন্তঃসত্ত্বা এক নারী। বুধবার সকাল থেকে পটুয়াখালীর মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়নের রসুলপুর গ্রামে এমন পরিস্থিতি চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রসুলপুর গ্রামের দুলাল গাজীর ছেলে কবির গাজী প্রথম বিয়ের বিষয়টি গোপন রেখে মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে রাজশাহীর বাসিন্দা সিফা নামের ওই নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরে নোটারীর মাধ্যমে এবং শরীয়ত মোতাবেক বিয়ের বিষয়টি পাকা করা হয়। সিফা বর্তমানে তিন মাসের অন্তঃসত্ত্বা বলে দাবি করেছেন।
সিফার অভিযোগ, বিয়ের পর কবির বিদেশে যাওয়ার কথা বলে কয়েক দফায় তার কাছ থেকে ৪ লাখ ১০ হাজার টাকা নিয়েছে। এরপর যোগাযোগ বন্ধ করে দেয়। বাধ্য হয়ে স্বামীর খোঁজে তিনি পটুয়াখালী জেলার মহিপুর থানার ডালবুগঞ্জে কবিরের গ্রামের বাড়িতে আসেন। কিন্তু খবর পেয়ে কবিরের পরিবার ঘরে তালা লাগিয়ে লাপাত্তা হয়ে যায়। বর্তমানে সেই বাড়ির বারান্দায় অনশন করছেন সিফা।
সিফা আরও বলেন, কবির এখন সম্পর্ক অস্বীকার করছে। এমনকি তার ছবি এডিট করে অশ্লীল ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে বলেও সিফার দাবি।
স্থানীয় ইউপি সদস্য সোহেল হাওলাদার বলেন, মেয়েটির অভিযোগের বিষয়ে মীমাংসার চেষ্টা করেছিলাম, ছেলেপক্ষকে ইউনিয়ন পরিষদে ডাকা হলেও তারা আসেনি। মেয়েটি এখন খুব কষ্টে আছে।
রসুলপুর গ্রামের বাসিন্দা আব্দুল কাদের বলেন, অন্তঃসত্ত্বা অবস্থায় মেয়েটার সঙ্গে এমন আচরণ অমানবিক।
নাম প্রকাশে অনিচ্ছুক রসুলপুর গ্রামের এক গৃহবধূ সাগরকন্যাকে জানান, দু’দিন ধরে মেয়েটিকে বাড়ির সামনে বসে থাকতে দেখা যাচ্ছে। কেউ তার খোঁজ নিচ্ছে না।
এ বিষয়ে অভিযুক্ত কবির গাজীর মুঠোফোনে একাধিকবার কল দিলেও বন্ধ পাওয়া যায়, তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। কবিরের বাবা দুলাল গাজী জানান, ছেলে বিয়ে করেছে তাদের না জানিয়ে, আর মেয়েটি বাড়িতে এসেছে কোনো যোগাযোগ ছাড়াই।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এএএ/এমআর

বাংলাদেশ সময়: ১২:৪৩:২৪ ● ৮৯ বার পঠিত