বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
হোম পেজ » রাজশাহী » চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ॥
চাঁপাইনবাবগঞ্জের নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোলায়মানের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান। জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের সাংবাদিকরা এতে অংশ নেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, চাঁপাইনবাবগঞ্জ একটি সম্ভাবনাময় জেলা। প্রশাসনের পাশাপাশি সাংবাদিকরা উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে গঠনমূলক ভূমিকা রাখলে জেলার সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
তিনি আরও বলেন, প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার হলে জনগণের সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হবে।
সভায় সাংবাদিক প্রতিনিধিরা জেলার উন্নয়ন, সামাজিক সমস্যা ও গণসেবার মানোন্নয়ন বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন। জেলা প্রশাসক সাংবাদিকদের উত্থাপিত বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
সভা শেষে জেলা প্রশাসক সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের সহযোগিতা ও গঠনমূলক সমালোচনাই আমাদের কাজের অনুপ্রেরণা। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এমই/এমআর
বাংলাদেশ সময়: ১২:২১:৪৬ ● ৮৯ বার পঠিত
