মঙ্গলবার ● ২৮ অক্টোবর ২০২৫
মির্জাগঞ্জে যুবদলের আনন্দ র্যালি ও পথসভা
হোম পেজ » পিরোজপুর » মির্জাগঞ্জে যুবদলের আনন্দ র্যালি ও পথসভা
সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
পটুয়াখালীর মির্জাগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবদলের আয়োজনে গতকাল সকাল সাড়ে ১০টায় ৬টি ইউনিয়নের যুবদল নেতাকর্মী ও সমর্থকরা জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার ও বাদ্যযন্ত্র নিয়ে সুবিদখালী কলেজ রোড এলাকা থেকে র্যালি শুরু করে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে জমায়েত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।
উপজেলা যুবদলের আহবায়ক মোঃ গাজী রাসেদ সাম্সের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম খোকন, মোঃ মনিরুল ইসলাম খন্দকার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক মোঃ নাশির উদ্দীন হাওলাদার, মোঃ সুজন হাওলাদার, সদস্য সচিব গাজী মোঃ আতাউর রহমানসহ ৬টি ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী।
বাংলাদেশ সময়: ১৬:০৪:৪৩ ● ৮৮ বার পঠিত
