রবিবার ● ২৬ অক্টোবর ২০২৫
নিষেধাজ্ঞা শেষে কুয়াকাটায় ইলিশের সরবরাহ শুরু
হোম পেজ » লিড নিউজ » নিষেধাজ্ঞা শেষে কুয়াকাটায় ইলিশের সরবরাহ শুরু
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে পটুয়াখালীর কুয়াকাটায় শুরু হয়েছে মাছের সরবরাহ। শনিবার (২৫ অক্টোবর) গভীর রাতে মহিপুর ও আলীপুর মৎস্য বন্দর থেকে সাগরে যায় সহস্রাধিক মাছধরা ট্রলার। এর মধ্যে কয়েকটি ট্রলার ইতোমধ্যে আন্ধারমানিক নদী সংলগ্ন সাগর মোহনা থেকে অল্প পরিমাণ ইলিশ নিয়ে ফিরে এসেছে।
রবিবার সকালে ওই মাছগুলো আলীপুর বিএফডিসি মার্কেটে উঠতেই জমে ওঠে বেচাকেনা। সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেশি ছিল। বড় সাইজের ইলিশের সংখ্যা ছিল সীমিত। ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হয়েছে ২ হাজার থেকে ২২০০ টাকা দরে, ৮’শ গ্রামের ইলিশ ১৫০০ থেকে ১৬০০ টাকায়, আর ছোট সাইজের ইলিশ ৪৫০ থেকে ৫০০ টাকা কেজিতে বিক্রি হয়েছে।
মৎস্য ব্যবসায়ীরা জানান, আগামী দুই-এক দিনের মধ্যে গভীর সাগর থেকে ট্রলারগুলো ফিরলে ইলিশের সরবরাহ বাড়বে এবং দামে কিছুটা স্বস্তি আসবে। নিষেধাজ্ঞা শেষের প্রথম দিনেই জেলে, ক্রেতা ও বিক্রেতাদের হাঁকডাকে মুখরিত হয়ে ওঠে আলীপুর-মহিপুর মৎস্য বন্দর এলাকা।
বাংলাদেশ সময়: ১০:৪০:১০ ● ১৭৫ বার পঠিত
