শনিবার ● ২৫ অক্টোবর ২০২৫
গৌরনদীতে আগুনে ঘর পুড়ে ছাই
হোম পেজ » বরিশাল » গৌরনদীতে আগুনে ঘর পুড়ে ছাই
![]()
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদী পৌরসভার ৩নং ওয়ার্ডে ভোররাতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে একটি ঘর। শনিবার ভোর পাঁচটার দিকে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আবুল কালামের লাকড়ির ঘরে আগুন লাগে। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা পানি ও বালু ফেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে ঘরে থাকা লাকড়ি, গবাদি পশুর খাবার, ধান ও গৃহস্থালী সামগ্রী পুড়ে যায়। তবে কোনো প্রাণহানি ঘটেনি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট বা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে । ক্ষতির পরিমাণ পঞ্চাশ হাজার টাকার বেশি বলে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪:২২:৩৬ ● ১১২ বার পঠিত
