শুক্রবার ● ২৪ অক্টোবর ২০২৫

কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কের ঝোপ-ঝাড় পরিস্কার করলেন তরুণরা

হোম পেজ » লিড নিউজ » কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কের ঝোপ-ঝাড় পরিস্কার করলেন তরুণরা
শুক্রবার ● ২৪ অক্টোবর ২০২৫


কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কের ঝোপ-ঝাড় পরিস্কার করছেন তরুণরা

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

শতাধিক তরুণ স্বেচ্ছা শ্রমে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া থেকে বান্দ্রা পর্যন্ত ৩৭ কিলোমিটার সড়কের দুই পাশে ঝোপ-ঝাড় পরিষ্কার কাজ শুরু করেন। শুক্রবার সকালে তারা ঘটখালী বাস ষ্ট্যান্ড থেকে ফায়ার সার্ভিস পর্যন্ত ৫ কিলোমিটার সড়ক প্রথম ধাপের কাজ সম্পন্ন করেছেন।

পটুয়াখালী থেকে কুয়াকাটা পর্যন্ত ৯০ কিলোমিটার মহাসড়কের পাশে জমে থাকা ঝোপ-ঝাড়ের কারণে মানুষ হাটাচলা করতে পারে না। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সড়ক দুর্ঘটনা রোধে আমতলী উপজেলার তরুণরা এই উদ্যোগ নিয়েছেন বলে ওই স্বেচ্ছাসেবিদের সূত্রে জানা গেছে।

উদ্যোক্তা ও আমতলী সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচএম কাওসার মাদবর বলেন, ঝোপ-ঝাড়ের কারণে মানুষ চলাচল করতে পারছিল না। দুর্ঘটনা রোধে আমরা এই উদ্যোগ নিয়েছি। শতাধিক তরুণ স্বেচ্ছা শ্রমে কাজটি করছেন। এই কার্যক্রম চলবে।

আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জালাল উদ্দিন ফকির বলেন, তরুণদের উদ্যোগে সরকারের টাকা বাঁচবে এবং সড়ক দুর্ঘটনা কমবে।

পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আতিক উল্যাহ বলেন, যে কাজটি সড়ক ও জনপথ বিভাগের করা উচিত ছিল, তা তরুণরা করেছেন। এটি সড়ক দুর্ঘটনা কমাতে সাহায্য করবে। এভাবে স্বেচ্ছায় এগিয়ে এলে, দেশ এগিয়ে যাবে বলেও তিনি মন্তব্য করেন।

বাংলাদেশ সময়: ১৮:৪২:৩১ ● ১৬৮ বার পঠিত