শুক্রবার ● ২৪ অক্টোবর ২০২৫
কুয়াকাটা ও মহিপুরে বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঘোষণা
হোম পেজ » সর্বশেষ » কুয়াকাটা ও মহিপুরে বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঘোষণা
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
আগামীকাল শনিবার (২৫ অক্টোবর) পটুয়াখালীর কুয়াকাটা পটর্যটন কেন্দ্রসহ মহিপুর থানা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি।
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের পাশে গাছের ডালপালা কর্তন ও লাইন আপগ্রেডেশন কাজের কারণে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে মহিপুর থানার ধুলাসার ইউনিয়ন এই ঘোষণার বাইরে রয়েছে বলেও কর্তৃপক্ষ জানায়।
পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কুয়াকাটা জোনাল অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। ওই স্টেশনের এজিএম মোতাহার উদ্দিন শুক্রবার বিকেলে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
সেই সাথে পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে দুঃখ প্রকাশের পাশপাশি গ্রাহকদের যথাযথ প্রস্তুতি নেয়ারও অনুরোধ জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৭:০১:৫৬ ● ১৬৭ বার পঠিত
