কলাপাড়ায় নারায়ণগঞ্জের হত্যা মামলার মূল আসামি গ্রেফতার

হোম পেজ » লিড নিউজ » কলাপাড়ায় নারায়ণগঞ্জের হত্যা মামলার মূল আসামি গ্রেফতার
বৃহস্পতিবার ● ২৩ অক্টোবর ২০২৫


কলাপাড়ায় নারায়ণগঞ্জের হত্যা মামলার আসামি গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর নৈশ প্রহরী হত্যা মামলার প্রধান আসামি অপু (২৫) কে ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে কলাপাড়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার রাশেদের নেতৃত্বে বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কলাপাড়ার বলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, নিহত আবু হানিফ (৩০) ছিলেন নারায়ণগঞ্জের খানপুর এলাকার জিতু ভিলার নিরাপত্তা প্রহরী। তিনি বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামের বাসিন্দা।

ভিকটিমের ভাই মো. হযরত আলী বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

গত ২০ অক্টোবর দুপুরে হানিফকে বাসা থেকে ডেকে নিয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে মারধর করা হয়। পরে খানপুর মেট্রো হলের পাশে খালি জায়গায় নিয়ে ইট দিয়ে এলোপাতাড়ি পেটানো হয়। গুরুতর আহত অবস্থায় বিকেলে খানপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

মামলা দায়েরের পর র‌্যাব-৮ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মূল আসামি অপুকে কলাপাড়ায় গ্রেফতার করে।

বাংলাদেশ সময়: ২২:২৮:৩৬ ● ৮৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ