বুধবার ● ২২ অক্টোবর ২০২৫
কলাপাড়ায় বেওয়ারিশ কুকুর-বিড়ালকে টিকা প্রদান শুরু
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় বেওয়ারিশ কুকুর-বিড়ালকে টিকা প্রদান শুরু
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
মরণব্যাধি জলাতঙ্ক রোগ প্রতিরোধে পটুয়াখালীর কলাপাড়ায় মালিক বিহীন (বেওয়ারিশ) কুকুর ও বিড়ালকে বিনামূল্যে টিকা প্রদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে কলাপাড়া পৌরসভার আয়োজনে এবং পটুয়াখালী অ্যানিমেল লাভার্সের সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক ও কলাপাড়া-কুয়াকাটা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ কর্মসূচির মাধ্যমে কলাপাড়া ও কুয়াকাটার পৌরসভার বিভিন্ন স্থানে মালিক বিহীন কুকুর ও ও বিড়ালকে এই জলাতঙ্ক প্রতিরোধ টিকা প্রদান করা হয়।
এমবি/এমআর
বাংলাদেশ সময়: ১৫:৩৯:৫৫ ● ১০৫ বার পঠিত
