মঙ্গলবার ● ২১ অক্টোবর ২০২৫

দুমকিতে অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার ফেরি সম্পদ

হোম পেজ » লিড নিউজ » দুমকিতে অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার ফেরি সম্পদ
মঙ্গলবার ● ২১ অক্টোবর ২০২৫


দুমকিতে অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার ফেরি সম্পদ

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকিতে অযতœ-অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের ফেরি বিভাগের কোটি টাকার সম্পদ। তদারকির অভাব ও চুরির কারণে ফেরি দুটি এখন সম্পূর্ণ অচল অবস্থায় পড়ে আছে।
মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, উপজেলার বাহেরচর এলাকায় পায়রা নদীর তীরে খোলা আকাশের নিচে পড়ে আছে দুটি ফেরি। রোদ-বৃষ্টি, পানির নিচে ডুবে থাকা ও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে ফেরিগুলোর দেহে মরিচা ধরেছে। কোথাও ভাঙা দরজা-জানালা, কোথাও উধাও যন্ত্রাংশ। ভেতরে জমেছে ময়লা-আবর্জনা, চারপাশে আগাছায় ঢেকে গেছে এলাকা।
স্থানীয়রা জানান, ২০২১ সালের ২৪ অক্টোবর পায়রা সেতু চালু হওয়ার পর ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এরপর সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের প্রভাব খাটিয়ে ফেরি দুটি তার নিজ এলাকার বাহেরচর নদীতীরে স্থানান্তর করা হয়। তারপর থেকে এগুলো অব্যবহৃত-অকেজো অবস্থায় পড়ে রয়েছে।
স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে ফেরি দুটি পড়ে আছে, কোনো রক্ষণাবেক্ষণ নেই। এতে কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে। চাইলে কর্তৃপক্ষ এগুলো নিলামে বিক্রি বা অন্য জায়গায় ব্যবহার করতে পারত।
আরেক বাসিন্দা মো. শাহিন বলেন, সরকারি সম্পদ এভাবে পড়ে থাকা দুঃখজনক। সংস্কার বা বিক্রির মাধ্যমে সরকারের রাজস্ব আয়ের সুযোগ রয়েছে।
পটুয়াখালী সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জামিল আক্তার বলেন, ফেরি দুটি বাহেরচর এলাকায় পড়ে আছে-বিষয়টি আমাদের জানা আছে। দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে ফেরি বিভাগের কোটি টাকার এই সম্পদ পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।

 

এমআর

বাংলাদেশ সময়: ১৪:৫২:৩২ ● ১৭৫ বার পঠিত