মঙ্গলবার ● ২১ অক্টোবর ২০২৫

ইন্দুরকানীতে ইলিশ শিকারে ২ জেলের জেল-জরিমানা

হোম পেজ » পিরোজপুর » ইন্দুরকানীতে ইলিশ শিকারে ২ জেলের জেল-জরিমানা
মঙ্গলবার ● ২১ অক্টোবর ২০২৫


ইন্দুরকানীতে ইলিশ শিকারে ২ জেলের জেল ও জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, ইন্দুরকানী (পিরোজপুর)

পিরোজপুরের ইন্দুরকানীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে দুই জেলেকে আটক করে জরিমানা ও জেল দেওয়া হয়েছে। সোমবার রাতে উপজেলার বলেশ্বর নদীতে পাড়েরহাট ইউনিয়নের লাহুরী চরগাজীপুর এলাকায় অভিযান চালায় উপজেলা মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ।

অভিযানে ৮০০ মিটার নিষিদ্ধ জালসহ মো. লিয়াকত আলী ও হাফিজুল খানকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের মোবাইল কোর্টে লিয়াকত আলীকে ৩০ দিনের কারাদণ্ড ও অনাদায়ে ৫০ হাজার টাকা জরিমানা এবং হাফিজুল খানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। হাফিজুল জরিমানা পরিশোধ করে মুক্তি পান, কিন্তু লিয়াকত আলী টাকা না দেওয়ায় তাকে কারাগারে পাঠানো হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযান আরও কঠোরভাবে অব্যাহত থাকবে এবং নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এসকে/এমআর

বাংলাদেশ সময়: ১৪:৪৭:৩১ ● ১০৮ বার পঠিত