
রবিবার ● ১৯ অক্টোবর ২০২৫
রামপালে পলিথিন-প্লাস্টিক দূষণ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত
হোম পেজ » খুলনা » রামপালে পলিথিন-প্লাস্টিক দূষণ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের রামপালে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা বিআরডিবি মিলনায়তনে বাজার কমিটি ও ব্যবসায়ী প্রতিনিধিদের অংশগ্রহণে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রূপান্তর সংস্থার জেলা সমন্বয়ক খন্দকার জিলানী হোসেন প্লাস্টিক দূষণের ভয়াবহতা তুলে ধরেন। তিনি বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। মানবদেহে মাইক্রোপ্লাস্টিকের ক্ষতিকর প্রভাব নিয়েও তিনি আলোচনা করেন। তিনি ব্যবসায়ীদের পলিথিন বর্জন বা ব্যবহার কমানোর পরামর্শ দেন।
কর্মশালায় জানানো হয়, ইয়ুথ ফর দ্য সুন্দরবন সংগঠনের প্রচারণা ও প্রশাসনের নজরদারি বৃদ্ধির ফলে মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে। ফলে পলিথিনের ব্যবহার কিছুটা কমেছে। আশা করা হচ্ছে, ভবিষ্যতে এ ব্যবহার আরও কমিয়ে আনা সম্ভব হবে।
‘ইয়ুথ ফর দ্য সুন্দরবন’ সংগঠনের সভাপতি ঝুমকা রানী কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব রামপালের সভাপতি এম এ সবুর রানা ও সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান। উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক রাসেল শেখ, সদস্য সচিব মেহেদী হাসান টুটুল, সদস্য এম আর সিফাত, প্রান্ত বাচাড়, শেখ রনি ও প্রঞ্জয় মণ্ডলসহ অনেকে।
বাংলাদেশ সময়: ১৮:২৭:১৩ ● ৮৭ বার পঠিত