
রবিবার ● ১৯ অক্টোবর ২০২৫
গোপালগঞ্জে বেদে নারীদের সচেতনতায় তথ্য অফিসের সমাবেশ
হোম পেজ » ঢাকা » গোপালগঞ্জে বেদে নারীদের সচেতনতায় তথ্য অফিসের সমাবেশ
সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ
গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে সদর উপজেলার সাতপাড় আদর্শলিপি বেদে পল্লীতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মো. সুলাইমান।
ভিডিও কলে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল।
এ ছাড়া যুক্ত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম।
সমাবেশে প্রধান আলোচক ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ ও সর্পদংশন চিকিৎসা বিষয়ক ফোকাল পারসন ডা. শরীফুননেছা।
আদর্শলিপি বেদে পল্লীর প্রতিষ্ঠাতা সভাপতি দিলশাদুল হক শিমুলসহ বেদে সর্দার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আলোচনায় অংশ নেন।
বক্তারা সাপে কাটা রোগীর প্রাথমিক চিকিৎসা, টাইফয়েড টিকার গুরুত্ব, বাল্যবিবাহ, যৌতুক ও মাদকের কুফল নিয়ে আলোচনা করেন।
তারা বলেন, বেদে সমাজ এখনো পিছিয়ে আছে সচেতনতার অভাবে। এজন্য শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত করা ও নারীদের সচেতনতা বাড়ানো জরুরি।
বাংলাদেশ সময়: ১৭:২০:৫৫ ● ৩৬ বার পঠিত