শনিবার ● ১৮ অক্টোবর ২০২৫

গৌরনদীতে কর্মচারীদের চাকরি জাতীয়করণে ঐক্যবদ্ধের আহ্বান

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে কর্মচারীদের চাকরি জাতীয়করণে ঐক্যবদ্ধের আহ্বান
শনিবার ● ১৮ অক্টোবর ২০২৫


গৌরনদীতে কর্মচারীদের চাকরি জাতীয়করণে ঐক্যবদ্ধের আহ্বান

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী(বরিশাল)

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে করা রিট পিটিশনের আপিল মোকাবেলার লক্ষ্যে বরিশাল জেলার সকল উপজেলা প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় গৌরনদী উপজেলা মিলনায়তনে বরিশাল জেলা সদস্যবৃন্দের আয়োজনে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারী কল্যাণ সমিতি গৌরনদী উপজেলা শাখার সভাপতি কাজী আবুল কালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক।

এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মামলা পরিচালনা পরিষদের মুখপাত্র মোঃ সুলতান মাহমুদ সুমন এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ জসিম মুন্সী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সেলিম পারভেজ, মোঃ মাহবুব হাওলাদার, মোঃ পারভেজ, মোঃ মুসা, মোঃ হুমায়ুন কবির, হোসেন মল্লিক, মোঃ মাইদুল ও মোঃ আনোয়ার হোসেনসহ বরিশাল জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, চাকরি জাতীয়করণের মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাব। এই মামলার রায় ঘোষিত হবে আগামী ২৩ নভেম্বর। রায়ে আমরা বিজয়ী হব বলে বিশ্বাস করি।

তারা আরও বলেন, বরিশাল জেলা থেকেই সর্বাধিক অর্থ প্রদান করে আমরা সংগঠনকে আরও শক্তিশালী করব। সবাই নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করে কর্মচারীদের ন্যায্য দাবি বাস্তবায়নে ভূমিকা রাখবে।

সভা শেষে মামলার ব্যয় নির্বাহে আর্থিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন উপস্থিত সদস্যবৃন্দ।


এমএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৫:১৫:৩১ ● ১০১ বার পঠিত