শুক্রবার ● ১৭ অক্টোবর ২০২৫

বাবুগঞ্জে বিএনপি নেতার কর্মকাণ্ডে ক্ষুব্ধ স্থানীয়রা!

হোম পেজ » বরিশাল » বাবুগঞ্জে বিএনপি নেতার কর্মকাণ্ডে ক্ষুব্ধ স্থানীয়রা!
শুক্রবার ● ১৭ অক্টোবর ২০২৫


 

বাবুগঞ্জে বিএনপি নেতার কর্মকাণ্ডে ক্ষুব্ধ স্থানীয়রা!

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)

বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে বিএনপির সাধারণ সম্পাদক কাওসার হোসেন হাওলাদারের বিতর্কিত কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়েছেন এলাকাবাসী।

স্থানীয়রা অভিযোগ করেছেন, সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে কাওসার হোসেন কয়েকজনের কাছ থেকে ২-৫ হাজার টাকা করে নেওয়ায় বিরক্তি তৈরি হয়েছে। টাকা ফেরত চাওয়ায় ক্ষিপ্ত হন তিনি। বিষয়টি নিয়ে ইউনিয়ন ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে অভিযোগও করা হয়েছে।

অডিও ও ভিডিও বিশ্লেষণে দেখা যায়, কাওসারের কর্মকাণ্ডে তৃণমূলে বিএনপির বদনাম হচ্ছে। এলাকায় প্রভাব বিস্তার করে নানা অনৈতিক কাজ চালানোর অভিযোগ আছে তার বিরুদ্ধে। অতীতেও পরকীয়া ও বিবাহ-ডিভোর্স সংক্রান্ত ঘটনা নিয়ে বিতর্কে জড়িয়েছেন তিনি।

বিগত উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের এক প্রার্থীর পক্ষে সরাসরি অংশগ্রহণ করেছেন, যা স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মুখে মুখে শোনা যায়।

এসব অভিযোগের বিষয়ে কাওসার হোসেন বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমি সবসময় বিএনপির রাজনীতির সঙ্গে ছিলাম। নির্বাচনী প্রচারণায় আমাকে চাপের মুখে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজন সিকদার বলেন, বিএনপির কোন নেতার বিরুদ্ধে অর্থ আত্মসাত বা অনৈতিক কর্মকাণ্ডের সত্যতা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯:২১:৫৫ ● ১০৫ বার পঠিত