‘তারেক রহমান দেশে ফিরলে নির্যাতিতদের পাশে দাঁড়াবেন’

হোম পেজ » রাজনীতি » ‘তারেক রহমান দেশে ফিরলে নির্যাতিতদের পাশে দাঁড়াবেন’
শুক্রবার ● ১৭ অক্টোবর ২০২৫


 

দলের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মো. আনিসুর রহমান তালুকদার খোকন।

সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর

৫ আগস্টের আন্দোলনসহ বিগত ১৭ বছরে যারা নির্যাতিত হয়েছেন, দেশে ফিরে তাদের পাশে দাঁড়াবেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। এমন মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মো. আনিসুর রহমান তালুকদার খোকন।

শুক্রবার বিকেলে ডাসার উপজেলার ৫টি ইউনিয়নে জাতীয়তাবাদী দলের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যারা ধর্মের দোহাই দিয়ে ভোটে সুযোগ নেয়ার চেষ্টা করেছেন, তারা কি ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জাহান্নামে চলে গিয়েছিলেন? ধর্মের নামে রাজনীতি করা যাবে না।

ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার ৫টি ইউনিয়নের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:০৭:১১ ● ৪০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ