বুধবার ● ১৫ অক্টোবর ২০২৫

চরফ্যাশনে সাংবাদিককে পুড়িয়ে হত্যার হুমকি, অভিযুক্ত শ্রমিকলীগ নেতা

হোম পেজ » ভোলা » চরফ্যাশনে সাংবাদিককে পুড়িয়ে হত্যার হুমকি, অভিযুক্ত শ্রমিকলীগ নেতা
বুধবার ● ১৫ অক্টোবর ২০২৫


চরফ্যাশন পৌরসভা শ্রমিক লীগ সভাপতি সাইফুল ইসলাম সবুজ। ছবি : সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

ভোলার চরফ্যাশনে মো. সাইফুল ইসলাম নামের এক সাংবাদিককে আগুনে পুড়িয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চরফ্যাশন পৌর শ্রমিকলীগের সভাপতি সাইফুল ইসলাম সবুজের বিরুদ্ধে।

মঙ্গলবার সকালে চরফ্যাশন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জামে মসজিদের সামনে প্রকাশ্যে এ হুমকির ঘটনা ঘটে।

এ ঘটনায় সাংবাদিক মো. সাইফুল ইসলাম রাতে চরফ্যাশন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি চরফ্যাশন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলা পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

সাংবাদিক সাইফুল ইসলাম জানান, শ্রমিকলীগ নেতা সবুজের স্ত্রী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গত ২০ জানুয়ারি তিনি শ্রেণিকক্ষে নিজের মেয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে টেবিলে বসিয়ে ‘বাকবাকুম পায়রা’ কবিতা আবৃত্তির ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট করেন।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নানা প্রতিক্রিয়া দেখা দেয় এবং বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হয়।

সাইফুলের অভিযোগ, ওই ঘটনায় তার কোনো সম্পৃক্ততা না থাকলেও শ্রমিকলীগ নেতা সবুজ অভিযোগ তোলেন যে, সংবাদ প্রকাশে তিনি প্রভাব রেখেছেন। এরপর থেকেই তিনি নানা হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন। মঙ্গলবার সকালে মসজিদের সামনে দেখা হলে তর্কের একপর্যায়ে সবুজ প্রকাশ্যে তাঁকে ও তাঁর বাবাকে আগুনে পুড়িয়ে হত্যার হুমকি দেন। পরে স্থানীয়দের উপস্থিতিতে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।

অভিযুক্ত শ্রমিকলীগ নেতা সাইফুল ইসলাম সবুজ হুমকির অভিযোগ অস্বীকার করে বলেন, তার সঙ্গে সাংবাদিকের কোনো বিরোধ নেই। তাই তাঁকে হুমকি দেওয়ার প্রশ্নই আসে না।

চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার বলেন, সাংবাদিক সাইফুল ইসলামের করা জিডি আমরা পেয়েছি। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮:৩০:৩১ ● ১৮৭ বার পঠিত