
সোমবার ● ১৩ অক্টোবর ২০২৫
চর বিজয়ে বন বিভাগের ৪০ হাজার ঝাউগাছ রোপণ শুরু
হোম পেজ » কুয়াকাটা » চর বিজয়ে বন বিভাগের ৪০ হাজার ঝাউগাছ রোপণ শুরুসাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
পটুয়াখালীর চর বিজয়ে বন বিভাগের সুফল প্রকল্পের আওতায় ৪০ হাজার ঝাউগাছ রোপণ কর্মসূচি শুরু হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকালে কর্মসূচির উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসিন সাদেক।
প্রথম ধাপে ৮ হাজার ঝাউ চারা রোপণ করা হয়। এ সময় মহিপুর রেঞ্জ কর্মকর্তা একেএম মনিরুজ্জামান, গঙ্গামতি ও ইকোপার্ক বিট কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বন বিভাগের কর্মকর্তারা জানান, এর আগে চর বিজয়ে রোপণকৃত ঝাউ, ধানশী, সুন্দরী ও কেওড়া গাছ এবং বিস্তৃত ঘাসের আচ্ছাদন ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে। ধারাবাহিক বনায়ন অব্যাহত থাকলে চর বিজয় ভবিষ্যতে প্রাকৃতিক বন ও অতিথি পাখির অভয়াশ্রমে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।
কর্মসূচির সময় আহত একটি সিগাল পাখি উদ্ধার করে অ্যানিমেল লাভার্স পটুয়াখালী’র সদস্য বায়েজিদ মুন্সীর তত্ত্বাবধানে হস্তান্তর করা হয়।
এএইচআর/এমআর
বাংলাদেশ সময়: ২০:১৯:৫৬ ● ৯০ বার পঠিত