
সোমবার ● ১৩ অক্টোবর ২০২৫
নেছারাবাদে আগুনে পুড়ে বসতঘর ছাই, তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে আগুনে পুড়ে বসতঘর ছাই, তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতিসাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদে রান্নাঘর থেকে আগুন লেগে এক পরিবারের বসতঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। সোমবার (১৩ অক্টোবর) বিকেল চারটার দিকে স্বরূপকাঠি পৌরসভার আকলম কাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আকলম কাজী বাড়ির আবু কাজীর বড় ছেলে শাকিলের রান্নাঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের ছোট ভাই কাজী শাহিনের বসতঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে মসজিদের মাইকে সংবাদ প্রচার করে সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করেন। ইতি মধ্যে বসত ঘরে আগুন লেগে বসতঘরসহ ঘরের ভেতরের আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকা-ে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পরে খবর পেয়ে স্বরূপকাঠী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন সম্পূর্ন নিয়ন্ত্রণে আনেন।
স্বরূপকাঠী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ মনিরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছাতে রাস্তায় অনেক জামেলা হয়েছে। তারপরেও আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে কাজ করি।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, আগুন লাগার সাথে সাথে স্বরূপকাঠী ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়া হয়েছে। তিন্তু তারা ১০ মিনিটের পথ ৩০ মিনিটেও আসতে পারে নাই।
আরএ/এমআর
বাংলাদেশ সময়: ১৯:২৮:৪০ ● ১৪৪ বার পঠিত