সোমবার ● ১৩ অক্টোবর ২০২৫

আগৈলঝাড়ায় শিক্ষকদের কর্মবিরতি পালন

হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় শিক্ষকদের কর্মবিরতি পালন
সোমবার ● ১৩ অক্টোবর ২০২৫


আগৈলঝাড়ায় শিক্ষকদের কর্মবিরতি পালন

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে বরিশালের আগৈলঝাড়ায় কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা।

সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকরা শ্রেণিকক্ষে না গিয়ে কর্মবিরতি পালন করেন। শিক্ষার্থীরা বিদ্যালয়ে এলেও পাঠদান বন্ধ থাকে।

এদিন উপজেলা শিক্ষক সমিতির কার্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তারের সভাপতিত্বে কর্মবিরতি চলাকালে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হরিপদ সরকার, পয়সা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান মিজান, বিএইচপি একাডেমির শিক্ষক মাওলানা ফজলুল হক, শিক্ষক আবু কালাম আজাদ এবং টেমার মালেকা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মিয়া প্রমুখ।

বক্তারা ঢাকায় শিক্ষকদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আন্দোলনরত শিক্ষকদের যৌক্তিক দাবি অবিলম্বে মেনে নিতে হবে। অন্যথায় আন্দোলনের কর্মসূচি আরও জোরদার করা হবে।

বাংলাদেশ সময়: ১৪:৩১:০১ ● ৯৪ বার পঠিত