রবিবার ● ১২ অক্টোবর ২০২৫

একপক্ষের সংবাদ সম্মেলন পটুয়াখালীর আলীপুর বাজারে নির্বাচন নিয়ে বিভ্রান্তি চরমে

হোম পেজ » কুয়াকাটা » একপক্ষের সংবাদ সম্মেলন পটুয়াখালীর আলীপুর বাজারে নির্বাচন নিয়ে বিভ্রান্তি চরমে
রবিবার ● ১২ অক্টোবর ২০২৫


পটুয়াখালীর আলীপুর বাজারে নির্বাচন নিয়ে বিভ্রান্তি চরমে

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুর বাজারে ব্যবসায়ী কমিটি গঠনকে কেন্দ্র করে চলমান বিভ্রান্তির প্রেক্ষিতে রবিবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় এক জরুরি সংবাদ সম্মেলন করেছে আলীপুর বাজার ব্যবসায়ী নির্বাচন পরিচালনা কমিটি।
সংবাদ সম্মেলনে মুখপাত্র মুফতি হাবিবুর রহমান মিছবাহ বলেন, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। যারা বলছে নির্বাচন হবে না, তাদের বক্তব্য সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ খলিলুর রহমান ও সদস্যসচিব মাও: মোঃ হাবিবুর রহমান এক যৌথ বিবৃতিতে জানান, আলীপুর একটি ঐতিহ্যবাহী বন্দর। এখানে ব্যবসায়ীদের মধ্যে শৃঙ্খলা ফেরাতে ও বাজার ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে গত ১২ সেপ্টেম্বর তৎকালীন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ১১ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি অনুমোদন দেন।
তারা বলেন, নিয়মতান্ত্রিকভাবে রেজুলেশনের মাধ্যমে কমিটির কাজ এগিয়ে চলছে। কিন্তু ৯ অক্টোবর তফসিল ঘোষণার পর একটি মহল উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছেন।
সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, তারা ‘সমিতি’ নয়, বরং ‘ব্যবসায়ী কমিটি’ নির্বাচনের আয়োজন করছেন। কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ‘সমিতি’ শব্দ ব্যবহার করে ব্যবসায়ীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে বলেও তারা দাবি করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মোশাররফ খান, কবির হাওলাদার, কাওসার মনিরসহ কমিটির অন্যান্য সদস্যরা।
এর আগে, আলীপুর বাজারে কমিটি না সমিতি- এই প্রশ্নে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়। বাজারের কিছু ব্যবসায়ী অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে বাজার ব্যবস্থাপনা কমিটি গঠনের কথা থাকলেও কিছু ব্যক্তি বেসরকারি সমিতির নামে নির্বাচনের উদ্যোগ নিয়েছে।
৭ নং লতাচাপলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান তাঁর ফেসবুক পোস্টে অভিযোগ করেন, ‘আলীপুর বাজার ব্যবসায়ী সমিতি’ নামে তফসিল ঘোষণা করে একটি মহল ব্যবসায়ীদের বিভ্রান্ত করছে। তার দাবি, ইউনিয়ন পরিষদের অনুমোদন ছাড়া কোনো বেসরকারি সমিতি গঠন বাজারের উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় বাধা সৃষ্টি করবে।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ব্যবসায়ীরা তাদের প্রতিনিধি নির্বাচন করতে চাইলে সেটি তাদের নিজস্ব বিষয়। তবে সরকারের রুলস অনুযায়ী ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে বাজার কমিটি গঠনের যে প্রক্রিয়া থাকে, সেটি এখনো শুরু হয়নি।
স্থানীয়ভাবে জানা গেছে, ব্যবসায়ীদের একটি অংশ ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে কমিটি গঠনের পক্ষে, অন্য অংশ বেসরকারি ব্যবসায়ী কমিটির নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে। এর ফলে আলীপুর বাজারে দুই পক্ষের মধ্যে বিভ্রান্তি ও উত্তেজনা তৈরি হয়েছে।
তবে রবিবার সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটি দৃঢ়ভাবে জানিয়েছে, নির্বাচনী তফসিল অনুযায়ী নির্ধারিত সময়েই ব্যবসায়ী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে এবং অপপ্রচারকে তারা পাত্তা দিবেন না বলেই জানানো হয়েছে।


এনইউবি/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৩৭:১৭ ● ২১০ বার পঠিত