
শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডিম দিবস উদযাপন
হোম পেজ » রাজশাহী » চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডিম দিবস উদযাপনসাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
ডিম আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন-এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডিম দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি জেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা. মো. এমরান আলী প্রামাণিক, জেলা ভেটেরিনারি অফিসার ডা. কবীর উদ্দীন আহমেদ, শিবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহাদাৎ হোসেন, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শারমীন আক্তার, লাইভস্টক সার্ভিস প্রোভাইডার আব্দুস সালাম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শামীমা নাসরিন সহ অন্যরা।
সভায় বক্তারা জানান, ডিম সাশ্রয়ী, পুষ্টিকর ও সহজলভ্য খাবার হিসেবে দেশের পুষ্টি ঘাটতি দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় ডিম অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তারা। এর আগে একটি বর্ণাঢ্য র্যালিতে পথচারীদের সেদ্ধ ডিম খাওয়ানো হয়।
এই/এমআর
বাংলাদেশ সময়: ২০:৩২:৫৩ ● ৪৬ বার পঠিত