
শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫
গৌরনদীতে কলেজছাত্র বলাৎকারে বিএনপি নেতা কিং মাসুদ গ্রেফতার
হোম পেজ » বরিশাল » গৌরনদীতে কলেজছাত্র বলাৎকারে বিএনপি নেতা কিং মাসুদ গ্রেফতারসাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
কলেজ ছাত্রকে বলাৎকারের মামলায় ইতালি প্রবাসী বিএনপি নেতা মাসুদ সরদার ওরফে কিং মাসুদকে গ্রেফতার করেছে র্যাব-৮। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে বরিশাল কোতোয়ালী মডেল থানার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে রাতে গৌরনদী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মামলার প্রধান আসামি কিং মাসুদ খাঞ্জাপুর ইউনিয়নের বিএনপি সভাপতি মোসলেম সরদারের ছেলে। তিনি ২০২৪ সালের আগস্টে দেশে ফিরে স্থানীয়ভাবে বিএনপি নেতা পরিচয়ে সক্রিয় হন।
৮ অক্টোবর ভুক্তভোগী কলেজছাত্রের (১৭) বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। অভিযোগে বলা হয়, গত ৭ অক্টোবর সন্ধ্যায় মাসুদ তার সহযোগী ইমন ও নিলয়ের সহায়তায় ওই ছাত্রকে ডেকে নিয়ে গিয়ে জোরপূর্বক বলাৎকার করে এবং বিষয়টি গোপন রাখতে হুমকি দেয়।
গৌরনদী থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, মামলার পর পুলিশ অভিযুক্ত নিলয়কে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে। অন্য আসামি ইমনকে ধরতে অভিযান চলছে।
এদিকে এলাকাবাসী কিং মাসুদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বৃহস্পতিবার মানববন্ধনের আয়োজন করলেও বৈরি আবহাওয়ার কারণে তা স্থগিত করা হয়।
এমএইচ/এমআর
বাংলাদেশ সময়: ১৪:১৯:৫৯ ● ১১৯ বার পঠিত