
বৃহস্পতিবার ● ৯ অক্টোবর ২০২৫
গৌরনদীতে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
হোম পেজ » বরিশাল » গৌরনদীতে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণসাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদীতে মাহিলাড়া ঘরোয়া ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা বুধবার বিকেলে মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলা শেষে পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক উত্তম অধিকারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম, হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার সাদাত তোতা, ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি শাহজাহান সিকদার।
বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা, ছাত্রদল নেতা জোবায়ের আল মাহমুদ প্রমূখ। শেষে বিজয়ী ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এমএইচ/এমআর
বাংলাদেশ সময়: ১৯:১৭:২৮ ● ৭৩ বার পঠিত