
মঙ্গলবার ● ৭ অক্টোবর ২০২৫
বিএনপি এককভাবে ক্ষমতায় গেলেও এককভাবে সরকার গঠন করবে না-এবিএম মোশাররফ
হোম পেজ » পটুয়াখালী » বিএনপি এককভাবে ক্ষমতায় গেলেও এককভাবে সরকার গঠন করবে না-এবিএম মোশাররফসাগরকন্যা প্রতিবেদক, রাঙ্গাবালী (পটুয়াখালী)
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও এককভাবে সরকার গঠন করবে না। মঙ্গলবার বিকেলে পটুয়াখালীর রাঙ্গাবালীর চরমোন্তাজ ইউনিয়নের স্লুইস বাজার আবাসন মাঠে আয়োজিত বিএনপির বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, অতীতে শেখ হাসিনা সরকারের আমলে জনগণ দুর্নীতি ও দমন-পীড়নের শিকার হয়েছে। বিএনপি সেই পথ অনুসরণ না করে জনগণের পাশে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করতে চায়। এবিএম মোশাররফ আরও বলেন, আওয়ামী লীগের শাসনামলে মানুষ কখনো স্বাধীনভাবে ভোট দিতে পারেনি। এবার নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে, যেখানে জনগণ তাদের পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট দিতে পারবে।
তিনি জানান, বিএনপি সন্ত্রাস, চাঁদাবাজি ও সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে। বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে সবাই নিরাপদে ভোট দিতে পারবে এবং গণতন্ত্র পুনরুদ্ধার হবে।
বৃষ্টি উপেক্ষা করে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন, এতে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহমান ফরাজী, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, রাঙ্গাবালী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান কাজল তালুকদার, চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন মাতুব্বর প্রমুখ।
স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর চরমোন্তাজে এতো বড় রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
একে/এমআর
বাংলাদেশ সময়: ১৯:৫৭:৫৫ ● ৪৭ বার পঠিত