দুমকিতে ৩৫তম প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা

হোম পেজ » পটুয়াখালী » দুমকিতে ৩৫তম প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা
মঙ্গলবার ● ৭ অক্টোবর ২০২৫


দুমকিতে ৩৫তম প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকিতে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. অলিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহিদুল ইসলাম সাহিন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম এবং ইসলামি আন্দোলন বাংলাদেশ দুমকি উপজেলা সভাপতি মাওলানা মাহবুবুর রহমান।
সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
সভায় আরও বক্তব্য রাখেন পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আল আমিন, দুমকি প্রেসক্লাব সভাপতি আবুল হোসেন, প্রেসক্লাব, দুমকির সাধারণ সম্পাদক কামাল হোসেন ও পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমেদ কবির প্রমুখ।


এমআর

বাংলাদেশ সময়: ১৩:২০:৩৪ ● ১১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ