রবিবার ● ৫ অক্টোবর ২০২৫
মোরেলগঞ্জে কৃষক খুন: যুবলীগ নেতা সোহেলসহ ১২ জনের বিরুদ্ধে মামলা
হোম পেজ » খুলনা » মোরেলগঞ্জে কৃষক খুন: যুবলীগ নেতা সোহেলসহ ১২ জনের বিরুদ্ধে মামলা
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের মোরেলগঞ্জে যুবলীগ নেতা সোহেল খানের নেতৃত্বে হামলায় কৃষক কালাম খান (৪৮) নিহত হওয়ার ঘটনায় ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার ছোট জামুয়া এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। নিহত কালাম খান চিংড়াখালী ইউনিয়নের ডেপুয়ার পাড় গ্রামের ওয়াজেদ আলী খান ওরফে কালু খানের ছেলে।
নিহতের ছেলে মিঠু খান জানান, রাতে ছোট জামুয়া গ্রামের একটি চায়ের দোকানের সামনে তার বাবা ও বড় চাচা চা পান করছিলেন। এ সময় যুবলীগ নেতা সোহেল খানের নেতৃত্বে একদল লোক অতর্কিতে হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক কালাম খানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত লুৎফর খানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এই ঘটনায় নিহতের ছেলে মিঠু খান বাদী হয়ে যুবলীগ নেতা সোহেল খানকে প্রধান আসামি করে মোরেলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় মোট ১২ জনকে আসামি করা হয়েছে।
মোরেলগঞ্জ থানার ওসি মো. মতলুবর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। আসামি সোহেল খানের বিরুদ্ধে মোরেলগঞ্জ ও পিরোজপুরের জিয়ানগর থানায় একাধিক মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:০৭:২২ ● ১৫২ বার পঠিত
