শনিবার ● ৪ অক্টোবর ২০২৫

মোংলায় পূজা পরবর্তী মতবিনিময় সভায় বিএনপি নেতা ফরিদুল

হোম পেজ » খুলনা » মোংলায় পূজা পরবর্তী মতবিনিময় সভায় বিএনপি নেতা ফরিদুল
শনিবার ● ৪ অক্টোবর ২০২৫


বক্তব্য রাখছেন বাগেরহাট-৩ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী  জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম

সাগরকন্যা প্রতিবেদক, মোংলা (বাগেরহাট)

মোংলার সুন্দরবন ইউনিয়নের বুড়বুড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আজ শনিবার পূজা পরবর্তী মতবিনিময় সভা করেছেন বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের মনোনয়ন প্রত্যাশী ও বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

সভায় তিনি বলেন, দল ক্ষমতায় এলে জলবায়ু পরিবর্তনের সঙ্গে মোকাবিলায় আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫-৩০ কোটি গাছ লাগানোর ঘোষণা দেয়া হয়েছে। গাছ রোপণ উদ্বেগ কমাবে এবং কর্মসংস্থান সৃষ্টি করবে।

ফরিদুল ইসলাম বলেন, মোংলা-বন্দর, ইপিজেড ও সুন্দরবন আমাদের ভৌগোলিকভাবে শক্তি। এসব সম্পদকে কাজে লাগিয়ে স্থায়ী কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে। তিনি সুন্দরবন কেন্দ্র করে পরিবেশবান্ধব ইকো-ট্যুরিজম গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান।

সভায় উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতা- কর্মীরা উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষও সভায় যোগ দেন।

বাংলাদেশ সময়: ১৩:৫২:৪১ ● ১০৩ বার পঠিত