
শনিবার ● ৪ অক্টোবর ২০২৫
মোংলায় পূজা পরবর্তী মতবিনিময় সভায় বিএনপি নেতা ফরিদুল
হোম পেজ » খুলনা » মোংলায় পূজা পরবর্তী মতবিনিময় সভায় বিএনপি নেতা ফরিদুলসাগরকন্যা প্রতিবেদক, মোংলা (বাগেরহাট)
মোংলার সুন্দরবন ইউনিয়নের বুড়বুড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আজ শনিবার পূজা পরবর্তী মতবিনিময় সভা করেছেন বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের মনোনয়ন প্রত্যাশী ও বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
সভায় তিনি বলেন, দল ক্ষমতায় এলে জলবায়ু পরিবর্তনের সঙ্গে মোকাবিলায় আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫-৩০ কোটি গাছ লাগানোর ঘোষণা দেয়া হয়েছে। গাছ রোপণ উদ্বেগ কমাবে এবং কর্মসংস্থান সৃষ্টি করবে।
ফরিদুল ইসলাম বলেন, মোংলা-বন্দর, ইপিজেড ও সুন্দরবন আমাদের ভৌগোলিকভাবে শক্তি। এসব সম্পদকে কাজে লাগিয়ে স্থায়ী কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে। তিনি সুন্দরবন কেন্দ্র করে পরিবেশবান্ধব ইকো-ট্যুরিজম গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান।
সভায় উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতা- কর্মীরা উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষও সভায় যোগ দেন।
বাংলাদেশ সময়: ১৩:৫২:৪১ ● ১০৩ বার পঠিত