শুক্রবার ● ৩ অক্টোবর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে সফল নারী ফুটবলাদের সংবর্ধনা

হোম পেজ » খেলা » চাঁপাইনবাবগঞ্জে সফল নারী ফুটবলাদের সংবর্ধনা
শুক্রবার ● ৩ অক্টোবর ২০২৫


চাঁপাইনবাবগঞ্জে সফল নারী ফুটবলাদের সংবর্ধনা

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে জেলার ২৩ নারী ফুটবলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে দুজন প্রবীণ ফুটবলার ও ক্রীড়া সংগঠককে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে। শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানটি জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

জেএফএ অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের অর্থ এবং ক্রেস্ট প্রদান করা হয়েছে। নারীদের ফুটবল উন্নয়নে কাজ করা কোচ সেতাউর রহমানকে ক্রেস্ট ও অর্থ উপহার দেওয়া হয়। এছাড়া প্রবীণ ফুটবল সংগঠক ইসরাইল সেন্টু ও মজিবুর রহমান খানের প্রতি আজীবন সম্মাননা ও উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে সংবর্ধিত ফুটবলারের অনুভূতি প্রকাশ ও প্রবাসী পৃষ্ঠপোষক রেজা হায়াতের লেখা বার্তা উপস্থাপন করা হয়। জেলা প্রশাসক বলেন, নারীদের খেলাধুলা ও ফুটবলের উন্নয়নে সরকার সর্বাত্মক সহায়তা করবে।

অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া সংগঠক, জেলা কর্মকর্তারা বক্তব্য রাখেন। সঞ্চালনা করেন পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা স্কাউটসের ভারপ্রাপ্ত সম্পাদক মারুফুল হক।

বাংলাদেশ সময়: ২০:৪৮:৪০ ● ১২৩ বার পঠিত