
শুক্রবার ● ৩ অক্টোবর ২০২৫
নেছারাবাদে নদীভাঙনে হুমকিতে শতবর্ষী গাছ ও ঐতিহ্যবাহী হাট
হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে নদীভাঙনে হুমকিতে শতবর্ষী গাছ ও ঐতিহ্যবাহী হাটসাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
নেছারাবাদের ঐতিহ্যবাহী সাগরকান্দা বাজার ও শতবর্ষী পাঁচটি রেইনট্রি গাছ নদীভাঙনের হুমকিতে পড়ে বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। গাবখান নদীর তীরে অবস্থিত প্রাচীন এই হাট ও গাছগুলো রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চেয়েছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্র জানায়, শত বছরের বেশি পুরোনো সাগরকান্দা হাট নেছারাবাদের অন্যতম ঐতিহাসিক বাজার। হাটের পাশে নদীর তীরে দাঁড়িয়ে থাকা রেইনট্রি গাছগুলো সৌন্দর্য ও পরিবেশের প্রতীক। সাম্প্রতিক ভাঙনে গাছগুলোর গোড়া নদীতে ধসে পড়ছে, ফলে যেকোনো সময় সেগুলো নদীতে ভেঙে পড়তে পারে।
স্থানীয়দের দাবি, বাজারের চারপাশে বাঁধ নির্মাণ ও গাছ সংরক্ষণের ব্যবস্থা নিলে এলাকার পরিবেশ, ঐতিহ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড টিকিয়ে রাখা সম্ভব হবে।
স্থানীয় বাসিন্দা অ্যাডভোকেট মো. রুবেল আল মামুন বলেন, এই গাছগুলো আমাদের পূর্বপুরুষের হাতে রোপণ করা। এগুলো ইতিহাস ও ঐতিহ্যের অংশ। নদীভাঙনে সেগুলো এখন ঝুঁকিতে। আমরা চাই সরকার দ্রুত পদক্ষেপ নিক। প্রয়োজনে এলাকাবাসীও সহযোগিতা করবে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর সদস্য মো. জিয়াউদ্দিন তৌহিদ বলেন, সাগরকান্দা হাট আমাদের দাদাদের সময়ে গড়ে ওঠে এবং গাছগুলোও তাঁদের লাগানো। প্রয়োজনে আমরা আরও জায়গা ছাড়তে রাজি। দ্রুত ব্যবস্থা না নিলে শতবর্ষের ঐতিহ্য বিলীন হয়ে যাবে, নষ্ট হবে হাটের সৌন্দর্য ও পরিবেশ।
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি আমরা জানি। পরিদর্শনের পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। গাছ ও হাট রক্ষায় যথাসম্ভব ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৬:২০:২০ ● ১৪৪ বার পঠিত