
বুধবার ● ১ অক্টোবর ২০২৫
সভাপতি সিরাজুল হক, সেক্রেটারী শাহজাহান মির্জাগঞ্জে জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন
হোম পেজ » পটুয়াখালী » সভাপতি সিরাজুল হক, সেক্রেটারী শাহজাহান মির্জাগঞ্জে জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠনসাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা শাখার ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে প্রথমবারের মতো উপজেলা আমির হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা মুহা. সিরাজুল হক এবং সেক্রেটারি মনোনীত হয়েছেন মাওলানা মো. শাহজাহান।
বুধবার (১ অক্টোবর) বিকেলে ১১ সদস্য বিশিষ্ট সূরা ও কর্মপরিষদের সভায় এ কমিটি ঘোষণা করা হয়। পরে নতুন কমিটির সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০:৩১:৩৭ ● ১৩০ বার পঠিত