আগৈলঝাড়ায় পূজামণ্ডপে আনসার নিয়োগে অনিয়মের অভিযোগ

হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় পূজামণ্ডপে আনসার নিয়োগে অনিয়মের অভিযোগ
বুধবার ● ১ অক্টোবর ২০২৫


আগৈলঝাড়ায় পূজামণ্ডপে আনসার নিয়োগে অনিয়মের অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

বরিশালের আগৈলঝাড়ায় দুর্গাপূজার ১৫৯টি মণ্ডপে আনসার সদস্য নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা আয়শা সুলতানা ও ইউনিয়ন কমান্ডারদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, প্রশিক্ষণহীনদের অর্থ নিয়ে নিয়োগ, সদস্যপ্রতি ৬০০ টাকা করে আদায় এবং অনেক ক্ষেত্রে ১ থেকে দেড় হাজার টাকা পর্যন্ত ঘুষ নেওয়া হয়েছে।

জানা গেছে, এ বছর ৯৬৬ জন আনসার সদস্য নিয়োগ দেওয়া হলেও বেশিরভাগ মণ্ডপে ৬ জনের পরিবর্তে ৪-৫ জন দায়িত্ব পালন করছেন। স্থানীয় পূজামণ্ডপ কমিটির নেতারা অভিযোগ করেন, গত বছরও একইভাবে কম সদস্য দিয়ে দায়িত্ব পালন করালেও কাগজে পূর্ণ সংখ্যার স্বাক্ষর নেওয়া হয়েছিল।

অভিযোগের বিষয়ে কর্মকর্তা আয়শা সুলতানা বলেন, কেউ টাকা নিয়ে থাকলে প্রমাণ দিলে ব্যবস্থা নেওয়া হবে। জেলা আনসার-ভিডিপি পরিচালক মো. আব্দুস সামাদও অনিয়মের প্রমাণ মিললে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক জানিয়েছেন, প্রশিক্ষণ ছাড়া কাউকে দায়িত্ব পালনের সুযোগ নেই এবং অনিয়ম প্রমাণিত হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৭:৪৪:৫৪ ● ১৬৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ