
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
‘রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা, তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ শিরোনামে নেছারাবাদে হেযবুত তাওহীদের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর জেলা হেযবুত তাওহীদের আয়োজনে স্বরূপকাঠি অনলাইন প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হেযবুত তাওহীদ বরিশাল বিভাগের সভাপতি শফিকুল আলম উখবা। তিনি বলেন, বর্তমান সমাজ ও রাষ্ট্রব্যবস্থা চরম অন্যায়, দুর্নীতি ও মানবিক মূল্যবোধহীনতায় জর্জরিত। এর কার্যকর সমাধান একমাত্র ইসলামী আদর্শের মধ্যেই নিহিত। ইসলাম শুধু ব্যক্তিজীবনের দিকনির্দেশনা নয়, রাষ্ট্র পরিচালনার জন্যও একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা প্রদান করেছে। এ আদর্শ বাস্তবায়ন ছাড়া সংকট থেকে উত্তরণ সম্ভব নয়।
তিনি আরও বলেন, “আমাদের এই সংগ্রাম রাজনৈতিক বা দলীয় নয়, বরং এটি একটি চেতনাগত লড়াই। এ লড়াই কুসংস্কার, ধর্মের অপব্যাখ্যা ও অচল চিন্তাধারার বিরুদ্ধে জাগরণের ডাক।” তিনি আল্লাহর হুকুমের ভিত্তিতে আধুনিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় পিরোজপুর জেলা হেযবুত তাওহীদের সভাপতি সুমন তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল আঞ্চলিক আমির রুহুল আমিন মৃধা, বরিশাল জেলা কমিটির সদস্য জাহাঙ্গীর হাওলাদার, পিরোজপুর জেলার নারীনেত্রী আমিনা আক্তার, স্বরূপকাঠি অনলাইন প্রেস ক্লাবের সভাপতি এম. ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, সহ-সভাপতি তরিকুল ইসলাম ও আনোয়ার হোসেন সহ স্থানীয় সাংবাদিক, শিক্ষক ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।
আরএ/এমআর