আগৈলঝাড়ায় মাছ ধরতে গিয়ে মৎস্য শিকারীর মৃত্যু

হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় মাছ ধরতে গিয়ে মৎস্য শিকারীর মৃত্যু
সোমবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৫



আগৈলঝাড়ায় মাছ ধরতে গিয়ে মৎস্য শিকারীর মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

বরিশালের আগৈলঝাড়ায় মাছ ধরতে গিয়ে এক মৎস্য শিকারীর মৃত্যু হয়েছে। রোববার রাতে উপজেলার রত্নপুর ইউনিয়নের মোহনকাঠী গ্রামের কৃজ্ঞ মন্ডলের ছেলে কানাই মন্ডল (৩২) মাছ শিকারের সময় হঠাৎ মারা যান।

জানা গেছে, তিনি শনিবার রাতভর বিভিন্ন স্থানে মাছ ধরতে যান। সোমবার ভোরে কবিরাজ বাড়ির পুকুর পার গিয়ে হঠাৎ চিৎকার করেন এবং মৃত্যুবরণ করেন। স্থানীয় রনজিত কবিরাজ ঘটনাস্থলে গিয়ে দেখেন কানাইয়ের লাশ পানির মধ্যে পড়ে আছে।

পুলিশকে খবর দিলে ওসি(তদন্ত) সুশংকর মল্লিক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, মৃত ব্যক্তির পরিবারের কোনো অভিযোগ নেই। তাই লাশ দাহের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৩৫:৪২ ● ৯৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ