
সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে এনেছে। তার নির্দেশনায় বিজিবির নিরলস অভিযানে সাম্প্রতিক সময়ে সীমান্তে চোরাচালানও উল্লেখযোগ্যভাবে কমেছে।
এই সাফল্যকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি মনে করছে চোরাকারবারি চক্র। তারা এখন বিভিন্ন অপপ্রচার ও মিথ্যা গুজব ছড়িয়ে বিজিবিকে বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে। এমনকি সীমান্তে আবারও অবৈধ কার্যক্রম চালুর সুযোগ পেতে চৌকস কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়াকে সরানোর অপচেষ্টায় নেমেছে তারা।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অবৈধ তারকাটা স্থাপন ও বাংলাদেশি কৃষকদের গাছ কাটার ঘটনায় সীমান্তে উত্তেজনা তৈরি হলে ৫৯ বিজিবি স্থানীয়দের পাশে দাঁড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাহসিকতা ও দক্ষতায় নেতৃত্ব দেওয়া গোলাম কিবরিয়ার ভূমিকা দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রশংসিত হয়।
গত তিন বছরে ৫৯ বিজিবি সীমান্ত থেকে ২৯১ জন আসামিকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করেছে। জব্দ করেছে ১০৭ কোটিরও বেশি টাকার চোরাই পণ্য ও ৩ হাজার ৩২৪টি অবৈধ ভারতীয় মোবাইল ফোন। বিজিবির কঠোর নজরদারি ও প্রযুক্তি ব্যবহারের সুফলেই এ সাফল্য সম্ভব হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, আমরা সীমান্ত রক্ষায় সম্মুখযোদ্ধা। সীমান্তের জানমাল রক্ষায় বিজিবি সর্বদা প্রস্তুত। প্রয়োজনে জীবন বাজি রাখতেও আমরা প্রস্তুত।