
বৃহস্পতিবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৫
কলাপাড়ায় আইনজীবীকে কুপিয়ে হত্যা চেষ্টার মামলা
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় আইনজীবীকে কুপিয়ে হত্যা চেষ্টার মামলাসাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় আইনজীবী মো. আনোয়ার হোসাইনকে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় ৫ দিন পর মামলা রুজু করেছে মহিপুর থানা পুলিশ। তবে আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আইনজীবীরা।
মামলায় হারুন মৃধাসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬/৭ জনকে আসামি করা হয়েছে। জমি ও মাছের ঘের নিয়ে বিরোধের জেরে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে আনোয়ারকে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় স্বর্ণালংকার ও মোবাইলও ছিনিয়ে নেওয়া হয়।
১৮ সেপ্টেম্বর কুয়াকাটা জিরো পয়েন্ট এলাকায় এ হামলার পর গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে প্রথমে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
আহত আইনজীবীর অভিযোগ, মাছের ঘেরে লুটপাট ও ভাঙচুরের ঘটনায় আগেই করা মামলার জেরে প্রতিপক্ষরা পুলিশের গোপন সখ্যতায় তাকে হত্যার চেষ্টা চালায়।
মহিপুর থানার ওসি মাহমুদ হাসান জানান, মামলা রুজু হয়েছে এবং তদন্ত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
জিপি/এমআর
বাংলাদেশ সময়: ১৭:৪৪:৫০ ● ৯৯ বার পঠিত