বুধবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৫

পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির জিয়ার মাজারে শ্রদ্ধা

হোম পেজ » পিরোজপুর » পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির জিয়ার মাজারে শ্রদ্ধা
বুধবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৫


পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির জিয়ার মাজারে শ্রদ্ধা

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

পিরোজপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে ঢাকার শের-ই-বাংলা নগরে অবস্থিত জিয়ার মাজারে তারা এ কর্মসূচিতে অংশ নেয়।

এ সময় কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন। নবগঠিত কমিটির আহ্বায়ক মো. নজরুল ইসলাম, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত এবং ১নং যুগ্ম আহ্বায়ক এলিজা জামানসহ কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদনে অংশ নেন।

অনুষ্ঠানে নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ফখরুল আলমসহ দলীয় নেতা-কর্মীরাও অংশ নেন। তারা জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

বাংলাদেশ সময়: ১৬:১৪:০৭ ● ১৫৩ বার পঠিত