
মঙ্গলবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৫
আগৈলঝাড়ায় বিশেষ অভিযানে যুবলীগ নেতা গ্রেফতার
হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় বিশেষ অভিযানে যুবলীগ নেতা গ্রেফতারসাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
বরিশালের আগৈলঝাড়ায় বিশেষ অভিযানে যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার তথ্য অনুযায়ী, ২০২২ সালের ১৩ নভেম্বর বিকেলে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদকে গৈলা বাজারে মারধর করা হয়। সেই সময় তার মটরসাইকেল ভাঙচুর করা হয় এবং ছিনিয়ে নেওয়া হয়।
পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামী, উপজেলা বাকাল ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক জাকির খানকে সোমবার রাতে বাকাল গ্রাম থেকে গ্রেফতার করে। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতকে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম জানান, মামলা সংক্রান্ত অভিযান পরিচালনা করে যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তিনি জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে ছাত্রদল নেতা রাতুল ইসলাম শাহেদের মটরসাইকেল ভাঙচুরের মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:২১:১১ ● ১৫০ বার পঠিত