সোমবার ● ২২ সেপ্টেম্বর ২০২৫
কলাপাড়ায় স্কুলছাত্রী ধর্ষণ শেষে হত্যা: বিচার চাইতে নামল শিশুরা
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় স্কুলছাত্রী ধর্ষণ শেষে হত্যা: বিচার চাইতে নামল শিশুরা

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষার্থী লামিয়ার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তার সহপাঠীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
সোমবার দুপুর বারোটায় ছোট বালিয়াতলী ইউনিয়নের শিশুপল্লী একাডেমীর প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আয়শা, সপ্তম শ্রেণীর হিমা, রাসেল ও সজিব বক্তব্য দিয়েছে।
মানববন্ধনের পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলও করেন। বক্তারা জানান, বিচার না হলে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।
গত ৩০ জুন শিশুপল্লী একাডেমীর ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী লামিয়াকে দলবদ্ধ ধর্ষণের পর পরিকল্পিতভাবে হত্যা করা হয়। লাশ চর বালিয়াতলী গ্রামের নিজ বাড়ির চাম্বলগাছে ঝুলিয়ে রাখা হয়।
এ ঘটনায় অভিযুক্ত তাইফুর, জয়নাল, সুজন ও হাসানকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:২৫:৪৪ ● ১০৫ বার পঠিত
