শনিবার ● ২০ সেপ্টেম্বর ২০২৫

কুয়াকাটায় আইনজীবী হত্যা চেষ্টায় পুলিশ কর্মকর্তা জড়িত!

হোম পেজ » পটুয়াখালী » কুয়াকাটায় আইনজীবী হত্যা চেষ্টায় পুলিশ কর্মকর্তা জড়িত!
শনিবার ● ২০ সেপ্টেম্বর ২০২৫


কুয়াকাটায় আইনজীবী হত্যা চেষ্টায় পুলিশ কর্মকর্তার জড়িত!

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটায় আইনজীবী মো. আনোয়ার হোসাইন (৪৮) হত্যা চেষ্টার ঘটনার সাথে মহিপুর থানার এসআই স্বজলের জড়িত থাকার অভিযোগ উঠেছে।

শনিবার দুপুরে কলাপাড়া চৌকি আদালত বার ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই অভিযোগ ওঠে। সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন এবং সঞ্চালনা করেন অ্যাডভোকেট আবুল হোসেন। পরে চৌকি আদালত আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়াকাটা পুলিশ বক্সের কাছাকাছি আইনজীবী আনোয়ার হোসাইনের ওপর সন্ত্রাসীরা ধারালো অস্ত্র, রড ও হাতুড়ি দিয়ে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় পর্যটকরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ সময় পুলিশ কাছেই অবস্থান করলেও কোনো পদক্ষেপ নেয়নি।

অ্যাডভোকেট আনোয়ার দাবি করেন, তিনি জিআর-১৩৫/২৫ মামলার তদন্ত কর্মকর্তা এসআই স্বজলের ডাকে মহিপুর গিয়েছিলেন। পরে কুয়াকাটায় পৌঁছালে মামলার আসামি হারুন মৃধা, ইউসুফ মৃধাসহ ১০-১৫ জন মিলে তার ওপর হত্যাচেষ্টা চালায়।

আইনজীবী সমিতি ঘটনাটির সঙ্গে জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছে। আহত আনোয়ারকে চিকিৎসা ও আইনি সহায়তা দেয়ার পাশাপাশি অভিযুক্তদের আইনি সহায়তা না করার সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আনোয়ার হোসাইন আরও অভিযোগ করেন, এক মাস আগে তার মাছের ঘেরে লুটপাটের ঘটনায় মামলা দায়ের করেন তিনি। আদালতের নির্দেশে এজাহার নেয়া হলেও আসামিরা গ্রেফতার এড়াতে তদন্ত কর্মকর্তার সাথে সখ্য গড়ে তোলে এবং হামলা চালায়।

এ বিষয়ে মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এছাড়া এসআই স্বজলের বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৯:৪৭:৪০ ● ১৯৯ বার পঠিত