শনিবার ● ২০ সেপ্টেম্বর ২০২৫

গোমস্তাপুরে রহনপুর পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

হোম পেজ » রাজশাহী » গোমস্তাপুরে রহনপুর পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত
শনিবার ● ২০ সেপ্টেম্বর ২০২৫


গোমস্তাপুরে রহনপুর পৌর শাখা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রহনপুর পৌর শাখা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন পৌর শাখার সভাপতি রতন আলী এবং সঞ্চালনা করেন শামীম রেজা। কর্মসূচির শুরুতে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা ও বিএনপির দলীয় পতাকা উত্তোলন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান আবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামিউল হক সোহেল এবং সদস্য সচিব বাবর আলী রুমন।

এছাড়া বক্তব্য দেন জেলা আহ্বায়ক কমিটির শফিকুল ইসলাম বাবু, স্বেচ্ছাসেবক নেতা সজিব আলী, পৌর শাখার যুগ্ম আহ্বায়ক আলাল, গোমস্তাপুর উপজেলা শাখার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান রিপন ও সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ, স্বেচ্ছাসেবক নেতা অখিলুল জামান প্রমুখ।

এর আগে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অতিথিদের বরণ করে নেন রহনপুর ও গোমস্তাপুর শাখার নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৯:২০:৩৯ ● ১৩৮ বার পঠিত