শনিবার ● ২০ সেপ্টেম্বর ২০২৫

কলাপাড়ায় ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, ২৭ ঘণ্টা পর লাশ উদ্ধার

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, ২৭ ঘণ্টা পর লাশ উদ্ধার
শনিবার ● ২০ সেপ্টেম্বর ২০২৫


কলাপাড়ায় ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, ২৭ ঘণ্টা পর লাশ উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেওয়া নুরুল ইসলাম গাজীর (৫৫) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজের ২৭ ঘণ্টা পর শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার তেগাছিয়া নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

নিহত নুরুল ইসলাম কলাপাড়া পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি পথে প্রান্তরে রুপার আংটি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।

নিহতের মেয়ের নামও রুপা। তিনি জানান, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তার বাবা বাদুরতলী এলাকায় একটি অটোরিকশায় বসা ছিলেন। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা মাদকসহ অটোচালককে আটক করেন এবং নুরুল ইসলামকে তল্লাশি চালান। কোনো মাদক না পাওয়ার পরও তাকে ধাওয়া করলে আত্মরক্ষার জন্য তিনি আন্ধারমানিক নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন।

তবে এ অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইনচার্জ শাহনুল কবির।

কলাপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল হোসেন সাগরকন্যাকে জানান, খবর পেয়ে শুক্রবার বিকাল থেকেই উদ্ধার অভিযান শুরু করা হয়। অবশেষে শনিবার বিকালে নদী থেকে ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৫৭:৫০ ● ১২২ বার পঠিত