শনিবার ● ২০ সেপ্টেম্বর ২০২৫
আগৈলঝাড়ায় পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময়
হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময়
সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় পূজা উদযাপন কমিটি এবং পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে মতবিনিময় করেছেন সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।
শনিবার সকালে উপজেলা সদরের শ্রীমতি বালিকা মাধ্যমিক বিদ্যালয় হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি যতীন্দ্রনাথ মিস্ত্রী।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) হাফিজুর ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না, যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন মিয়া, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দীনেশ হালদার এবং বিএনপি নেতা রবীন্দ্র নাথ ঘটক।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপন বলেন, দলীয় নেতা-কর্মীরা পূজার সময় প্রতিটি মণ্ডপে কঠোর নজরদারি করবেন, যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।
বাংলাদেশ সময়: ১৫:৪১:৩৮ ● ২০০ বার পঠিত
