
শুক্রবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৫
ত্রি-বার্ষিক সম্মেলন আগামীকাল কিশোরগঞ্জে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
হোম পেজ » ঢাকা » ত্রি-বার্ষিক সম্মেলন আগামীকাল কিশোরগঞ্জে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
সাগরকন্যা প্রতিবেদক, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন আগামীকাল শনিবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সম্মেলন বেলা ১১টায় জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে শুরু হবে। অনুষ্ঠানস্থলে তৈরি করা হয়েছে সুবিশাল মঞ্চ। শহরের প্রধান সড়কগুলোতে কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানিয়ে স্থাপন করা হয়েছে কয়েকশ তোরণ। এছাড়া জেলা শহরের বিভিন্ন সড়ক ও অলিগলিতে দলীয় নেতা-কর্মীদের ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুনেও সজ্জিত হয়েছে।
এর আগে ২০১৬ সালের ২২ নভেম্বর জেলা বিএনপির শেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ প্রায় এক দশক পর অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলনকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
আয়োজকরা জানিয়েছেন, ১৩টি উপজেলা ও ৮টি পৌরসভা মিলিয়ে মোট ২১টি ইউনিটের ২ হাজার ৯০ জন কাউন্সিলরসহ ৭০ থেকে ৮০ হাজার নেতা-কর্মী সম্মেলনে উপস্থিত হবেন।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম বলেন, সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং জেলা ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
বাংলাদেশ সময়: ১৩:২২:২২ ● ২৯ বার পঠিত