আগৈলঝাড়ায় দূর্গাপূজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় দূর্গাপূজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
বৃহস্পতিবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৫


আগৈলঝাড়ায় দূর্গাপূজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

বরিশালের আগৈলঝাড়ায় আসন্ন দূর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় মোট ১৫৯টি পূজামণ্ডপে সুষ্ঠু পরিবেশে পূজা অনুষ্ঠিত নিশ্চিত করতে এ সভা আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক।

সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজীদ সরদার, সেনাবাহিনীর ক্যাপ্টেন আব্দুল্লাহ মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. অলিউল ইসলাম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি যতীন্দ্র নাথ মিস্ত্রীসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক বলেন, আগৈলঝাড়ায় বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বেশি পূজা অনুষ্ঠিত হয়। এজন্য সরকারি বরাদ্দ ও প্রশাসনের জনবলও বেশি দেওয়া হয়েছে, যাতে প্রতিটি পূজামণ্ডপে নজরদারি নিশ্চিত করা যায়।

বাংলাদেশ সময়: ১৫:১৯:৫৭ ● ১৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ