সোমবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৫

জাবি’র জাহানারা ইমাম হলের জিএস নির্বাচিত আমতলীর বুশরা

হোম পেজ » বরগুনা » জাবি’র জাহানারা ইমাম হলের জিএস নির্বাচিত আমতলীর বুশরা
সোমবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৫


 

রিজওয়ানা বুশরা

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু ও হল সংসদ নির্বাচনে শহীদ জাহানারা ইমাম হলের সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন রিজওয়ানা বুশরা। তিনি পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের ৪৮তম ব্যাচের ছাত্রী এবং বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আইনজীবী মো. মহসিন হাওলাদারের মেয়ে।

১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বুশরা ১৫ নম্বর ব্যালট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি ১৬৬ ভোট পেয়ে জিএস নির্বাচিত হন। ফলাফল ঘোষণা করেন হলের রিটার্নিং অফিসার নাসরিন খাতুন।

বুশরা আমতলী এমইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০১৫ সালে এসএসসি, আমতলী সরকারী কলেজ থেকে ২০১৭ সালে এইচএসসি পাশ করেন। ২০১৭-১৮ শিক্ষা বর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তার সাফল্যে আমতলীবাসী গর্বিত।

জিএস রিজওয়ানা বুশরা বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর হল আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এবার জাকসুর মাধ্যমে হলের জন্য কিছু করার সুযোগ পেলাম। আপনারা সহযোগিতা করবেন, আমরা হলকে স্বপ্নের বাড়ি হিসেবে গড়ে তুলব।

তার বাবা, সাবেক চেয়ারম্যান ও অ্যাডভোকেট মহসিন হাওলাদার বলেন, সন্তানের সফলতায় বাবা-মায়ের সবচেয়ে বড় আনন্দ। দোয়া করবেন আমার মেয়ে দেশের মঙ্গলের জন্য কাজ করতে পারে।

আমতলী এমইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম কবির বলেন, আমাদের ছাত্রী জিএস নির্বাচিত হওয়ায় আমরা অত্যন্ত গর্বিত।

আমতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর দক্ষিণাঞ্চলের কেউ জাকসুর কোনো পদে আসীন হয়নি। এই প্রথম আমতলীর বুশরা জাহানারা ইমাম হলের জিএস নির্বাচিত হয়েছেন। এটি আমাদের গর্বের বিষয়।

বাংলাদেশ সময়: ১৬:৫১:২৬ ● ৮৬ বার পঠিত