রামপালের কাঠামারিকে পলিথিন দূষণমুক্ত গ্রাম ঘোষণা

হোম পেজ » খুলনা » রামপালের কাঠামারিকে পলিথিন দূষণমুক্ত গ্রাম ঘোষণা
সোমবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৫


 

রামপালের কাঠামারিকে পলিথিন দূষণমুক্ত গ্রাম ঘোষণা

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

পরিবেশ রক্ষায় নিবেদিত সংগঠন ইয়োথ ফর দ্য সুন্দরবন রামপাল উপজেলার কাঠামারি গ্রামকে পলিথিন ও প্লাস্টিক মুক্ত ঘোষণা করেছে। গ্রামটিকে দূষণমুক্ত করে পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা হয়েছে।

বহুমাত্রিক কর্মযজ্ঞের মাধ্যমে গ্রামকে পলিথিন দূষণমুক্ত করা হয়েছে, যা দেশি ও বিদেশি সংস্থার দৃষ্টি আকর্ষণ করেছে।

গত শনিবার জার্মান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা হেলভেটাসের প্রোগ্রাম ম্যানেজার নাজা ক্রিস্টিনা মায়ার কাঠামারি গ্রামে সরেজমিন পরিদর্শনে যান।

তিনি পলিথিন বর্জন ও পরিবেশ সংরক্ষণে গ্রামে গৃহীত কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেন। এছাড়া স্থানীয় জনগণের সঙ্গে দীর্ঘ সময় ধরে মতবিনিময় করেন।

বিশেষত গ্রামের ১৫ জন নারী সদস্যের সঙ্গে আলোচনায় তিনি তাঁদের অভিজ্ঞতা, পারিবারিক ও সামাজিক অবস্থা এবং পরিবেশবান্ধব কর্মকাণ্ডে অংশগ্রহণের প্রভাব সম্পর্কে জানতে পারেন। নারীরা জানান, ইয়োথ ফর দ্য সুন্দরবনের উদ্যোগ তাদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন এনেছে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করেছে।

পরবর্তীতে তিনি কয়েকটি পরিবারে সরেজমিনে গিয়ে পরিবেশবান্ধব কার্যক্রম প্রত্যক্ষ করেন। তিনি দেখেন কীভাবে ইয়োথের সদস্যরা পলিথিনের বিকল্প ব্যবস্থা, পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা কার্যক্রম বাস্তবায়ন করছেন। তরুণ ও নারীদের সম্পৃক্ততা তিনি বিশেষভাবে উল্লেখযোগ্য মনে করেন।

এরপর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইয়োথ গ্রুপের সদস্যদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংগঠনের চলমান কার্যক্রম, টেকসই উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে ভবিষ্যৎ পরিকল্পনা ও মাঠপর্যায়ের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়।

ডোনার প্রতিনিধি সংগঠনের উদ্যোগের প্রশংসা করেন এবং দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কৌশলগত পরিকল্পনা ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন।

বাংলাদেশ সময়: ১৩:২২:০০ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ