
সোমবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৫
পিরোজপুরে পুত্রবধূ কর্তৃক শাশুড়ী হত্যার প্রতিবাদে মানববন্ধন
হোম পেজ » পিরোজপুর » পিরোজপুরে পুত্রবধূ কর্তৃক শাশুড়ী হত্যার প্রতিবাদে মানববন্ধন
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পুত্রবধূর হাতে আসমা আক্তার (৪৫) নামে এক শাশুড়ী কুপিয়ে হত্যার প্রতিবাদে স্থানীয়রা মানববন্ধন করেছে। তারা হত্যাকারীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় পিরোজপুর শহরের আদালত চত্বরে শতাধিক মানুষ মানববন্ধনে অংশ নেন। তারা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে হত্যাকারীদের দ্রুত বিচারের আহ্বান জানান।
নিহত আসমা আক্তারের ছেলে শরিফুল ইসলাম অভিযোগ করেছেন, তার বড় ভাই প্রবাসে থাকায় তার স্ত্রী জান্নাতি আক্তার ফুফাত ভাই কালাম হাওলাদারের সঙ্গে পরকিয়ায় জড়ান। আসমা বিষয়টি জানতে পারায় জেন্নাতি ও কালাম মিলে আসমাকে হত্যা করেন। তারা তাদের ফাঁসির দাবি জানিয়েছেন।
মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, কালামের পরিবার ভুক্তভোগী পরিবারকে হুমকি দিয়ে আসছে। এতে পরিবারের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, হত্যাকারীরা যত প্রভাবশালীই হোক না কেন, ছাড় দেওয়া হবে না। হুঁশিয়ারি দিয়ে বলা হয়, ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
বাংলাদেশ সময়: ১৫:১৩:০১ ● ৮৯ বার পঠিত