দক্ষিণাঞ্চলের পাঁচ জেলায় ৬ অক্টোবর থেকে পরিবহন ধর্মঘট

হোম পেজ » খুলনা » দক্ষিণাঞ্চলের পাঁচ জেলায় ৬ অক্টোবর থেকে পরিবহন ধর্মঘট
রবিবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৫


দক্ষিণাঞ্চলের পাঁচ জেলায় ৬ অক্টোবর থেকে পরিবহন ধর্মঘট

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশালের মহাসড়কে ৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হবে।

ধর্মঘটের ডাক দিয়েছেন বাগেরহাট আন্তজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতিসহ এসব জেলার ৭টি বাস মালিক সমিতি। তাদের দাবি- বিআরটিসির অনুমোদনহীন অবৈধ কাউন্টার বন্ধ, মহাসড়কে রুট পারমিটবিহীন পরিবহন বন্ধ ও অবৈধ নছিমন-করিমন চালচল বন্ধ।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মালিকরা বলেন, ৩ সেপ্টেম্বর স্ব-স্ব জেলা প্রশাসনকে লিখিতভাবে দাবি জানানো হলেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি। তারা জানিয়েছেন, ৫ অক্টোবরের মধ্যে দাবি মানা না হলে ৬ অক্টোবর ভোর থেকে ধর্মঘট কার্যকর হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বাগেরহাট আন্তজেলা বাস-মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি শাহজাহান মিনা, সহ-সভাপতি জিয়াউদ্দিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আন নোমান, অর্থ সম্পাদক মীনা মতিউর রহমান, লাইন সম্পাদক সরদার জসীম ও অন্যান্য সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৮:০৮:১১ ● ৯৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ